তৌহিদুর রহমান, চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে বৃহস্পতিবার, ২০ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ করেন নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা বেগম( রত্না) ও এডভোকেট মোস্তফা রাহিলা চৌধুরী রেখা।
উল্লেখ্য রওশন আরা বেগম ১ নং সংরক্ষিত ওয়ার্ড ও এডভোকেট মোস্তফা রাহিলা চৌধুরী রেখা ৩নং সংরক্ষিত ওয়ার্ড থেকে চট্টগ্রাম জেলা পরিষদের মহিলা সদস্য নির্বাচিত হন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেরদৌস হোসেন আরিফ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড কামাল খানম রুপা,এড.কামাল খানম রুপা এডভোকেট জুবাঈদা সরওয়ার চৌধুরী নিপা, এড. জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, এড.পাপড়ী সুলতানা লাকী, এড. উম্মে হাবিবা,এড. শারমিন ইয়াসমিন নিপা,এড.সোমায়তুন নূর বৃষ্টি,শামিমা আক্তার মুন্নি, পারভীন আক্তার চৌধুরীসহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন মহিলা সংগঠনের সদস্যবৃন্দ।