লায়ন বরুণ কুমার আচার্য্যঃ চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত সদস্য নির্বাচিত হয়েছেন আখতার উদ্দীন মাহমুদ পারভেজ। উৎসবমূখর পরিবেশে (চট্টগ্রাম-৪) ফটিকছড়িতে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর (সোমবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার শফিকুর নূর মাওলা হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সদস্য পদে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করে আখতার উদ্দীন মাহমুদ পারভেজ পেয়েছেন ১৬৯ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন চৌধুরী টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৯৪ ভোট।
আখতার উদ্দীন মাহমুদ পারভেজ দ্বিতীয়বারের মতো সদস্যপদে নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড় সংরক্ষিত আসনে,ফটিকছড়ি
রাউজান হাটহাজারি ও উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন দিলোয়ারা ইউছুপ।
নির্বাচনে ফটিকছড়ি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ন রক্ষিত মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছে ৩ ভোট।
ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সেলিম রেজা।