আরিফুল ইসলাম; লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় অভিযুক্ত কিশোরী ধর্ষক মোঃ আলাউদ্দিন (৩৫)কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী এলাকার মোঃ আবু ছালেহের ছেলে।
আজ (১২.০১.২০২১) তারিখ ভোর রাতে লামা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ আলাউদ্দিনকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকা হতে আটক করা হয়েছে।
ভিকটিমের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ এই ধর্ষণের ঘটনা ঘটে।ঐ দিন সকালে বনপুর পাড়া থেকে নিজ বাড়ির প্রয়োজনীয় কাজে তাদের মেয়ে চকরিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার মোঃ আলাউদ্দিন (৩৫) মেয়েটিকে চকরিয়া নিয়ে যাওয়ার কথা বললে, মেয়েটি তার মোটর সাইকেলে উঠে। মোটর সাইকেল ড্রাইভার আলাউদ্দিন মেয়েটিকে চকরিয়া না নিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের নাছির রোডের নিতাবনিয়া এলাকার মারচা কোম্পানীর মর্তুজার রাবার বাগানে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এদিকে মেয়েটির চিৎকারে ওই বাগানের এক নারী শ্রমিক এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে ওই নারী শ্রমিক মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়।পরে পরিবারের অভিবাবকসহ থানায় গিয়ে মোঃ আলাউদ্দিনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন মামুন বলেন, আমরা ভিকটিমের পরিবারকে আইনী সহায়তা নিতে পরামর্শ দিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সোমবার রাত ৯টার দিকে ভিকটিম ও তার অভিভাবকরা থানায় আসে। ভিকটিমের বক্তব্য শুনে ও ভিকটিম নিজে বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। লামা থানা মামলা নং ০৩। যা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ আলাউদ্দিনকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকা হতে আটক করা হয়েছে।