নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের এবার নাইক্ষ্যংছড়ি সদরে ইউনিয়নের আওতাধীন ৮ নং ওর্য়াডের জামছড়ি ৪৪,৪৫,সীমান্ত পিলারের মাঝখান দিয়ে ৩টি আর্টিলারি মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন উক্ত এলাকার মানুষ।
সুত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১১টার সময় পরপর দুইটি,এবং বিকেল ৫টা দিকে ১টির বিশালাকার বিস্ফোরণের আওয়াজ নাইক্ষ্যংছড়ির জামছড়িতে শোনা য়ায।
এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দা কৃষক আবুল কালাম বলেন ঐ বিস্ফোরণের শব্দ তিনি আতংকিত হয়ে পড়েন, এবং তিনি ভয়ে কাতর হয়ে আছেন পরে না জানি কি হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন লোকজনের মাধ্যমে তিনি শুনেছেন,তবে কোন ক্ষয়ক্ষতি নেই।
অপর দিকে তমব্রু এলাকার ব্যবসায়ী সরোয়ার জানান, সোমবার রাত ১১টার দিকে ৩৪,৩৫,সীমানা পিলারের মাঝখান দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে রাতে বিকট শব্দ করে দুটি বিস্ফোরণের শব্দ। এ সময় তমব্রু এলাকার মানুষগুলো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।