মিজানুর রহমান সবুজ, দীঘিনালা সংবাদদাতা :
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি ৪০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
১ অক্টোবর (শনিবার) দুপুরে গোপন সূত্রে জানতে পেরে উপজেলার নকশী পল্লী রেস্টুরেন্টের সামনে থেকে ৪ কেজি ৪০ গ্রাম গাঁজা মুসলিম উদ্দিন ও আবদুস সাত্তার নামে দুইজনকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের সাথে সম্পৃক্তদের চিন্হিত করতে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ কর্তৃক বাবুছড়া বাজার ও গুচ্ছগ্রাম এলাকায় তল্লাশি করে বিকেল ৫টায় আসামীদের ৪কেজি ৪০ গ্রাম গাঁজা ও আলামত সহ পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন, মুসলিম উদ্দিন বাবুছড়া গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ আলী ছেলে। সে বাবুছড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতা।
এছাড়াও আটককৃত আবদুস সাত্তার বাবুছড়ার মৃত সালেহ আহমেদ’র পুত্র। এদিকে ঘটনাটির বিষয়ে দীঘিনালার থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।