(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়িতে আজ ১১জানুয়ারি ২০২১ সোমবার সকালে টিএন্ডটি গেইট এলাকার কচি কাঁচা ভবনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ও শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা শুভ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের মূল ব্যাখ্যা চায়, পাহাড়ের উন্নয়ন, সম্প্রীতি ও সম্ভাবনার প্রত্যয়ে’স্লোগানে পাহাড়ের অনলাইন পোর্টাল ‘ পার্বত্য অঞ্চল টোয়েন্টিফোর ডটকম ’এর আজ হতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য, পিপি এ্যাডভোকেট বিধান কানুনগো এবং উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মুন্সী রাশীদ আহমদ, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মত্তর্জ আলী,খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ, সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম,খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত দে,খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার জামান,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণা চাকমা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা, দুনীর্তি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ির সভাপতি সুদর্শন দত্ত,খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, জাবারাং এর ধনির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুশদীনা আখতার,বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সদস্য ধীমান খীসা,খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির আহমেদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এমিলি দেওয়ান, দক্ষিণ খবং পুড়িয়া স.প্র.বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়া খীসা ও মিডিয়া ব্যক্তিত্বগণ।
অদ্যকার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা কে পার্বত্য অঞ্চল টোয়েন্টিফোর ডটকম পরিবার বরণ করে নেন।
শুভ উদ্বোধন ঘোষণা শেষে কচি কাঁচা ভবন মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পার্বত্য অঞ্চল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক জীতেন বড়ুয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ২৯৮ সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করছে। এসময় তিনি আরো বলেন খাগড়াছড়িকে উন্নয়ন ,শান্তি ও সম্প্রীতির রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন গণমাধ্যম রাষ্ট্রের অত্যন্ত গুরত্বপূর্ণ প্রতিষ্ঠান। গণমাধ্যম কর্মীরা সবসময় নিরপক্ষে থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরবে। একই সাথে পাহাড়ের উন্নয়নের কথা তুলে ধরবে। গণমাধ্যমকর্মীরা সরকারের উন্নয়নের অন্যতম সহযাত্রী। তিনি আরো বলেন সমগ্র অঞ্চলের ন্যায় পার্বত্যঞ্চলের তথ্যানুসন্ধানমূলক সঠিক তথ্য সংগ্রহ ও পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখতে আজকের এই পাবর্ত্য অঞ্চল টোয়েন্টিফোর ডটকম নামের মাধ্যম আত্ম প্রকাশ ঘটে। আমরা সকলেই চাই এই মাধ্যম সকলের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার শুভকামনা রইলো।