মো. রবিউল হোসেন, মানিকছড় (খাগড়াছড়ি):- থাকবো সুস্থ, বাড়বে বল খেলবো সবাই ফুটবল’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পল্লী চিকিৎসকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি।
২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে ৫টায় উপজেলার রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসকে এফ ফার্মাসিটিক্যালের সৌজন্যে এবং উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সংগঠনে সভাপতি অমর কান্তি দত্তের লোসেকটিল একাদশ বনাম সাধারণ সম্পাদক মো. রমজান আলীর ইসোরেল একাদশের মধ্যকার খেলায় ৫-১ গোলে লোসেকটিল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে এস কে এফে’র এ.এস.এম (সেলস) সৈয়দ মো. শামসুদোহা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমূখ। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রপি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।