হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি ।
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই জোনের অধীনে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃত আসামীর নাম উসিমং মারমা (২৪)। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ১০ জানুয়ারি রাতে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা পাড়ায় ৮জন অস্ত্রধারী সন্ত্রাসী পাড়ায় এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
অভিযানের এক পর্যায়ে চাঁদা আদায়কারী উসিমং মারমা নামে একজনকে অস্ত্র এবং ৫ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিকুল আহম্মেদ সামিত , সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন। এদিকে আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত সরঞ্জামাদি চন্দ্রঘোনা থানায় সৌপর্দ করা হবে বলে জানানো হয়।