হাবীবুল্লাহ মিসবাহ,রাজস্থলীঃরাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রধান সড়কে প্রতিনিয়ত সীমান্ত সড়কের পাথর বহনকারী ট্রাক বিকলের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
অতিরিক্ত পাথর বোঝাই করে চট্রগ্রাম থেকে রাজস্থলী আসার পথে গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক স্থানে পাহাড় উঠার সময় মাঝ পথে এসে গাড়ির ডিপেন্সেল ভেঙ্গে একটি ট্রাক দুই দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে করে যাত্রীবাহী বাসসহ বড় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মনে করছেন আটকে থাকা অন্যান্য যানবাহনের ড্রাইভাররা। পথচারী অংসুই মারমা বলেন, রাজস্থলী থেকে চদ্রঘোনা, রাঙ্গামাটি-চট্রগ্ৰাম যাতায়াতের একমাত্র প্রধান সড়কটিতে বেশ কয়েকদিন ধরে চলছে দুর্ভোগ বিশেষ করে গাড়ীতে অধিক পরিমাণে মালামাল পরিবহনের ফলে উঁচু নিচু পাহাড় উঠার সময় গাড়ির বিভিন্ন সমস্যার দেখা দেয়।
এতে করে রাস্তায় বিকল যানবাহন গুলো সংস্কার বা না সরানো পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস বলেন, শনিবার সকালে বাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী উপজেলায় আসার পথে এমন দুর্ভোগে পরতে হয়েছে যা বলা বাহুল্য। পরবর্তীতে স্থানীয় ৭-৮ জন লোক এসে গাড়িটি ঠেলে উঠিয়ে দিয়েছেন।
অন্য দিকে রাস্তার দুই পাশে যানবাহনের সারি সারি লাইনের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, পাথর বোঝাই বড় বড় ট্রাকগুলো যাতায়াতের কারণেই এমন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, রাজস্থলী-রাঙ্গামাটি প্রধান সড়কই রাজস্থলী বাসীর একমাত্র যাতায়াত সড়ক।
এই সড়কে চলাচলের ক্ষেত্রে একটু সমস্যা হলেই ঘন্টার পর ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই যেহেতু ট্রানজিট সড়ক নির্মাণ কাজের সকল প্রকার সামগ্ৰী গুলো রাজস্থলী সড়ক দিয়ে পরিবহন করতে হচ্ছে। সে ক্ষেত্রে সড়কের ধারণ ক্ষমতা অনুযায়ী যানবাহনে মালামাল পরিবহন করা উচিত বলে মনে করেন।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহামুদ আল নুর সালেহীন এর সাথে আলাপ কালে তিনি বলেন, রাজস্থলী- চন্দ্রঘোনা সড়কটি দিয়ে বেশ কয়েক দিন ধরে ভারী যানবাহন চলাচল ক্ষেত্রে উঁচু নিচু পাহাড় উঠা নামার সময় বড় ধরনের যানবাহন গুলোর বিভিন্ন ত্রুটির কারণে এমন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন। তাই যানবাহন পরিবহনের ক্ষমতার অধিক মালামাল পরিবহন বন্ধের জন্য কয়েক দিনের মধ্যেই ট্রাক মালিক সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত ভাবে সহযোগিতা চাইবেন বলে জানান তারা।