রিপন ওঝা;মহালছড়ি(খাগড়াছড়ি):
বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের উদ্যোগে উত্তরের তীব্র হাওয়ায় শীতে কষ্টের শেষ নেই, পাহাড়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় ও দুঃস্থ শীতার্ত জনগণ। তাই পাহাড়ের অসহায় ও দুঃস্থ হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘবে ১০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে।
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে ১০ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহালছড়ি জোন চৌংড়াছড়ি নামক স্থানে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানষের মাঝে কম্বল বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন অধিনায়ক শাহরিয়ার মোহাম্মদ আসিফ আফতাব(পিএসসি) বক্তব্যে বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে দেশপ্রেম, দেশ রক্ষা এবং জনগনের সেবা করা। আজকের এ দিন আমাদের সে চেতনাকেই মনে করিয়ে দেয়। আজকের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। জাতির পিতার সম্মানে আমরা সাধারন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন সেনাবাহিনী সব সময় পাহাড়ের দুর্গম জনপদে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।