করোনার ২য় ঢেউ এর প্রভাব কাপ্তাইে শুরু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার কাপ্তাই এর চন্দ্রঘোনা মিশন এলাকায় ৮ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।
এদিকে করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক সচেতনায় কাপ্তাইে প্রতিনিয়ত চলছে ভ্রাম্যমান আদালতে অভিযান।
তারই ধারাবাহিকতায় রোববার (২৯ নভেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান কাপ্তাই নতুনবাজার ও ঢাকাইয়া কলোনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় মাস্ক পরিধান না করায় ১২ টি মামলা করা হয় এবং ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং সেই সাথে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচার অভিযান চালানো হয়।
এসময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।