মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস) মাছের অন্যতম প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় হালদা নদীর দূষণ নিয়ন্ত্রণের জন্য তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ২৫ জন কৃষককে “উত্তম ব্যবস্থাপনা চর্চায় গাভী পালন বিষয়ে” অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর/২২) সকাল ৯ টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)’র বাস্তবায়নে হালদার উজান মানিকছড়ি উপজেলার গোরখানস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার হল কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর মোঃ শহীদুল আমিন চৌধুরী।
এতে উত্তম ব্যবস্থাপনা চর্চায় গাভী পালন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং খামারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। আইডিএফ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মং সিংনু মারমা। এছাড়া প্রশিক্ষণে সমন্বয় ও সঞ্চালনা এবং হালদা নদীতে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন আইডিএফের প্রোগ্রাম ম্যানেজার (মৎস্য) মাহমুদুল হাসান। এছাড়া প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ আন-নূর। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের এভিসিএফ (কৃষি) মোঃ রুবেল হোসেন ও সাংবাদিক মোঃ রবিউল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর PACE প্রকল্পের অর্থায়নে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (IDF) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় হালদা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও মিঠা পানির প্রবাহ নিশ্চিতকরনের জন্য তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।