মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) এর শুভ উদ্বোধন করা হয়।
৩০ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার তিনটহরী বাজার সংলগ্ন এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (মার্কেট কালেকশন পয়েন্ট) ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, ইউএনডিপির জেলার সমন্বয়ক অংক্যচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.হাসিনুর রহমান, ইউপি. চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষক সহায়ক এম. জুলফিকার আলী ভুট্টো, উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যচিং মারমা।