মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একই সয়ে বিএনপির সম্মেলন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোক সভার কথা থাকলেও শেষ মূহুর্তে জেলা বিএনপির নির্দেশনায় সম্মেলন স্থগিত করা হয়েছে।
অন্যদিকে আ’লীগ দলীয় কার্যালয়ে শোক সভা পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। তৃণমূলের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে শোক সভায় সমবেত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশাল এক বিক্ষোভ মিছিল বের করেন। আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বাজার ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে শোক সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও জনগণকে নিরাপত্তা এবং জনপদে অসাম্প্রদায়িক চিন্তাধারা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে জনকল্যাণে কাজ করে জাতির পিতার আর্দশ সমাজে বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
এদিকে বিএনপির সম্মেলন অন্তিমমূহূর্ত্বে বুধবার রাতে জেলা বিএনপির কঠিত নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে অনিবার্য কারণে স্বল্প সময়ের জন্য সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. এনামুল হক এনাম বলেন, প্রশাসনের বেশ কিছু নির্দেশনা মেনেও আমরা সম্মেলন করার প্রস্তুতি শেষ করেছিলাম। কিন্তু আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের কর্মীদের ভয়-ভীতি ও মারধর করে আতংক সৃষ্টি করে। এতে করে জনপদে ভীতিকর পরিবেশ তৈরি হয়। যার ফলে জেলা বিএনপির নির্দেশনায় সম্মেলন স্থগিতের ঘোষণা দেয় দলীয় নির্বাচন কমিশন। অচিরেই আমরা আবার সম্মেলন করার প্রস্তুতি রেখেছি।