মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন এর দুর্গম পোমাং পাড়া এলাকায় Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
গতকাল সোমবার (২২ আগষ্ট) বেলা ১২টার সময় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস ( এসআইডি- সিএইচটি), ইউএনডিপি এর সহযোগিতায় ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ( ইউএসএআইডি) এর অর্থায়নে ১নং তাইন্দং ইউপির দুর্গম পোমাং পাড়ায় প্রকল্প বাস্তবায়ন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
কার্বারি টিকা ভূষণ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন SID-CHT ইউএনডিপি এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সুপ্রদীপ চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এ সময় অন্যান্যদের মধ্যে SID-CHT ইউএনডিপি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা, ডিষ্ট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার উসিংমং চৌধুরী,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,মোঃসেলিম উদ্দিন,CHT- WCA প্রকল্পের জেলা কর্মকর্তা নাজিম উদ্দীন ফরায়েজি, ইউপি চেয়ারম্যান পিয়ার আলী মজুমদার, হ্যাডম্যান প্রভাত কান্তি রোয়াজাসহ ইউএনডিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনডিপি থেকে PDC এর সম্প্রদায়ের ক্ষমতায়ন এর জন্য ৪,০০,০০০ টাকা, স্কুলের জন্য ৬,৫০,০০০ টাকা, প্রত্যেক পরিবারে ৭,০০০ টাকা করে প্রদানসহ নানা প্রজেক্ট পোমাং পাড়ায় প্রতিস্থাপন হয়েছে। এছাড়াও ৮,০০,০০০ টাকা খরচে GFS ইনস্টলেশনে ঐ এলাকার মানুষের পানির অভাব দূর হয়েছে।
ইউএনডিপি-র ব্যবস্থাপনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জিএফএস (গ্রাভিটি ফ্লো সিস্টেম) স্থাপনের জন্য ১০ টি ভিসিএফকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (কেএইচডিসি) প্রকৌশলীরা ভিসিএফের পাশাপাশি গ্রামে জলের স্রোত খুঁজে পেতে বিদ্যমান সমস্ত ভিসিএফগুলিকে মূল্যায়ন করেছিলেন। ভাগ্যক্রমে, পোমাং প্যারা ভিসিএফ জিএফএস-এর জন্য নির্বাচিত হয়েছে। মোট বরাদ্দ বাজেট আট লাখ টাকা। ১.৫ হর্স পাওয়ারের একটি সোলার সিস্টেম মোটর ইনস্টল করা হয়েছে। সৌরজগতে মোট ১,৫০০ ওয়াট আছে। মোটর থেকে মূল ট্যাঙ্ক পর্যন্ত ৮০০ ফুট পাইপ বসানো হয়েছে। সর্বমোট ৩,৫০০ ফুট পাইপ ব্যবহার করা হয়েছিল। যা ৭টি পয়েন্টে বিভক্ত। এছাড়াও ১ হাজার লিটারের ২টি ট্যাংক এবং ২ হাজার লিটারের ১টি ট্যাংক বসানো হয়েছে।
জিএফএস পোমাং প্যারা ভিসিএফ-এর মানুষের দৈনন্দিন জীবন বদলে দিয়েছে। দুটি গ্রামের মানুষ সম্পূর্ণভাবে তাইন্দং খালের ওপর নির্ভরশীল। খাল থেকে পানি সংগ্রহ করা সত্যিই কঠিন ছিল কারণ খালটি বাড়ি থেকে ২ কিলোমিটারেরও বেশি দূরে। এখন ৬০টির বেশি পরিবার ৭টি পয়েন্ট থেকে পানি সংগ্রহ করছে। কাছের হাতে জল পেয়ে গ্রামবাসীরা খুব খুশি। বেশিরভাগ মানুষ বলছেন যে এই GFS শুধুমাত্র জল সংগ্রহ করা সহজ করেনি বরং সময়ও বাঁচিয়েছে। গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো রাখতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন কেউ কেউ। বিদ্যালয়ের সামনে একটি জল সংগ্রহ পয়েন্টও স্থাপন করা হয়েছে। তাই শিক্ষার্থীরা সহজে পানি পেতে পারে।
প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনডিপির প্রশংসা করেন অতিথিবৃন্দরা