শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুঁমখায় নব নির্মিত শহীদ এ.টি.এম জাফর আলম ডায়াবেটিস এন্ড কমিউনিটি হাসপাতাল যাত্রা শুরু করেছে।
শনিবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ফলক উম্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের।
এ সময় সমাজসেবা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক বেগম নুসরাত সুলতানা, কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আমিমূল এহসান খাঁন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রমুখ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।