হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ক্রংসাগই পাড়া ত্রিরত্ম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থেরোর পৃষ্টপোষকতায় মানবের তরে স্লোগানকে সামনে রেখে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের (এমডব্লিউএ) উদ্যোগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৬২টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অদ্য ০৯/০১/২০২১ইং রোজ শনিবার সকাল ১১ ঘঠিকায় উপজেলা চত্বরে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব অংনুচিং মারম,ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ভদন্ত গুনবংশ থের, যুগ্ন আহ্বায়ক অংশেপ্রু মারমা সদস্য সচিব উষাচিং মারমা,সাথোয়াইপ্রু মারমা,দুগ্য মারমা, সুস্মিতা মগ চৌধুরী, সাংবাদিক আজগর আলী খান,হারাধন কর্মকার, হাবিবুল্লাহ মিসবাহ সহ উপজেলা মারমা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা মানবতার কল্যানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মানবতার কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান।