ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির সাজেক থানার ঢেবাছড়ি এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পর্যটক সহ ৭ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারী) বিকেল ৪ ঘটিকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহতরা হলেন, মোটরসাইকেল চালক কৌড়ি ত্রিপুরা (৩০), আরোহী সজেন ত্রিপুরা (২৫) ও মাহিন্দ্র চালক সাহিন (৩০)।
আহত ৪ পর্যটকরা হলেন, তানজিল (২২), রুপক (২৮), সাহানা (২০), অন্যজনের নাম তৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি।
সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি টু সাজেক সড়কে গাড়ী দূর্ঘটনায় আহত নিহতের ট্রাজেডি গল্পের অবসান নেই, এক পরিবারে কান্নার আহাজারি না থামতেই অন্য মায়ের কোল খালি হচ্ছে মৃত্যু ফাঁদ সড়কে।
গণ গণ দূর্ঘটনার কারণ জানতে চাইলে স্থানীয় লোকজন জানান, সাজেক যে পরিমান পর্যটকবাহী গাড়ী চলাচল করে সে অনুযায়ী সড়ক খুবই নিম্নমানের। খাগড়াছড়ি সহ সাজেক সড়ক আরও প্রসস্থ করার মাধ্যমেই এ দূর্ঘটনার অবসান ঘটানো সম্ভব বলে মনে করেন অনেকে।