লেখক :তানিয়া ফরাজী
বহুজনের হিংসায় জ্বলে মরা ক্ষুদ্র মন,
চেনে কেবল ধন মান, চেনেনা সুজন।
চায়না তারা কারও ব্যথার কারণ জানতে,
ধূম্রজাল ছড়ায় অন্যের বিপদ ভারী করতে।
নির্মল মনগুলো সর্বদা যেন পচে অবহেলায়-
মাতে তারা প্রতিক্ষণে সেই জঘন্য খেলায়।
সম্মুখে ভরায় বদান্যতায় মুচকি হেসে,
পেছনে চায় ভালো কেউ যায় যেন ফেঁসে।
যে কারও বিপদে হাত বাড়িয়ে একটু-
ভাবে তারা নিজেকে মানব সেবায় পটু।
মিনমিনে কথা, আর মিষ্টি হাসিতে ভরায়,
ফাঁক পেলে অন্যের ক্ষতির বিষবাষ্প ছড়ায়।
মহান অনেক তারা-নিজেকে ভাবে রাতদিন
ভেতরে চায়- না আসুক অন্যের সুদিন।
মানুষ যদি প্রকৃতই হও- মনকে কর বড়
অন্যের কষ্ট দেখে থেকনা হয়ে জড়।
বসো যখন কোনো গুণীজনের সমালোচনায়,
প্রথমে নিও খোঁজ-সে কাঁদে কোন বেদনায়।
হিংসা এক কালো কুৎসিত ধ্বংসের আগুন
আনেনা জীবনে কখনও মানবতার ফাগুন।।