ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষে গাছের চারা ও নগদ অর্থ বিতরণ।
সোমবার (৮আগস্ট) দুপুরে জনতার ঘরে ১০০ শতাধিক শিশু পরিবারের মাঝে এসব গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করা হয়, অলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরআগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু।
পৌর মেয়র মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সাধারন সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, নবগঠিত জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারন সম্পাদক শাহাদত হোসেন ভূঁইয়া, পৌর কাউন্সিলরবৃন্দ সহ প্রমূখ।