সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালীর নদীতে ভাসমান অবস্থায় এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত জেলের নাম জয়নাল আবেদীন (৪০)। সে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের পুঁইচড়ি পাড়ার মৃত মাইজ্জে মিয়ার পুত্র। ৬ই আগষ্ট দিবাগত রাত ৩ টায় কোহেলিয়া নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় বালিবাহী ভলগেটের ধাক্কায় এ জেলে নিখোঁজ হয়। ৭ই আগস্ট দুপুর ২টায় ছিরাদিয়া নামক স্থানের পাশে কোহেলিয়া নদীতে ভাসমান অবস্থায় অপর জেলেরা লাশটি উদ্ধার করে নিহতের পরিবারে খবর দেয়। নিহতের ভাই গিয়াস উদ্দীন বলেন, “আমার ভাই সহ প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ছোট নৌকা নিয়ে কোহেলিয়া নদীতে মাছ ধরতে যাই। গভীর রাতে হঠাৎ করে বালিবাহী একটি ভলগেট নৌকায় ধাক্কা দিলে নৌকা উল্টে যায়। আমি কোন মতে জাল ধরে রক্ষা পেলেও আমার ভাই জয়নাল নিখোঁজ হয়ে যায় এবং নৌকাটি ভেঙ্গে যায়। এসময় তিনি আরো জানান, ভলগেটটি কোহেলিয়া নদীর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল। এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রনব চৌধুরী জানান, ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।