লেখকঃ হাবীবুল্লাহ মিসবাহ।
যেদিকে যাই শুনি শুধু হাহাকার, যেদিকে তাকাই দেখি শুধু অবিচার,
আজ দোকান-পাটে, গ্রাম-গণ্জে-
টাউনে শহরে ও হাট বাজার, যেখানেই যাই দেখি অসহায় মানুষের আত্মচিৎকার।
হায়! কেন এতো অরাজকতা হানাহানি,
কেনইবা চলছে এতো নোংরামি?
কেনইবা খেটে খাওয়া মানুষগুলো-
দুবেলা- দুমুঠো খাবার পায়না খেতে-
তাদের প্রতি করা হচ্ছে কতই না নোংরামি।
জগতে রয়েছো কত মালদার, কত মালিক অট্টালিকার,
তবু কেন হায় —
তোমারি নিকটে রয়েছে শত অসহায়?
তোমারি সামান্য করুনা যদি তারা পায়,
বল না..কতই প্রফুল্ল তাদের দেখায়।