সাদার্ন বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ তৌফিক চৌধুরী আজ সকালে সীতাকুণ্ডের কুমিরায় এক মোটর সাইকেল দূ্ঘর্টনায় আহত হয়েছে। সেখান থেকে তাকে তার বন্ধু রাকিব সাজিদ, মোঃ আল জাবেদ ও ইমরান হোসেন ইমন কে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালের নিয়ে চিকিৎসা দেওয়া হয় । তবে তিনি এখন আশঙ্কা মুক্ত।
এদিকে তৌফিক চৌধুরী রাঙ্গামাটি নিউজ প্রতিনিধিকে জানিয়েছেন, খুব সাবধানে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক্সসিডেন্টটা হল মহান আল্লাহ অনেক বড় বাঁচা বাঁচিয়েছেন, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন।
Somebody necessarily lend a hand to make severely posts I would state. That is the first time I frequented your web page and thus far? I surprised with the analysis you made to create this particular put up incredible. Excellent activity!