মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে কাজু বাদাম ও কফি গবেষনা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসে ৬০ জন কাজু বাদাম ও কফি চাসীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সফি উদ্দিন। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বাছিরুল আলম ও উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার অনুপম বড়ুয়া।