লায়ন বরুণ কুমার আচার্য্যঃ
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজ বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে ১০৭ তম গীতা ও নৈতিক শিক্ষালয় উদালিয়া চা-বাগান শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বনিক। আলোকিত অতিথি ছিলেন, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রুপক দে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকত। মহান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস, অর্থ-সম্পাদক অপু কুমার দে, শিক্ষা বিষায়ক সম্পাদক রুপন দাশ, সাংস্কৃতিক সম্পাদক রাসেল দে, দপ্তর সম্পাদক ছোটন নাথ, নির্বাহী সদস্য পার্থ ঘোষ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি প্রদীপ দাশ, বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদ সভাপতি রুবেল ধর, ইউপি সদস্য রনি বাহাদুর, গীতা প্রশিক্ষক রুপন দাশ ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ উদালিয়া চা-বাগান দূর্গা মন্দির পরিচালনা পরিষদের সকল সদস্য, অভিভাবক, শিক্ষার্থী বৃন্দ ও অসংখ্য গীতানুরাগী উপস্থিত ছিলেন এবং গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গীতা, খাতা, কলম, স্ট্যান্ড ও শিক্ষা সামগ্রী বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।