খাগড়াছড়িতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে দাবা লেখা শুরু হয়েছে।খাগড়াছড়ি জেলা পুলিশ সার্বিক সহযোগিতায়,বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা দাবা লীগ উদ্বোধন হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনে ফিদে আরবিটার তরিকুল ইসলাম তারেক ।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, অতিরিক্ত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. ইসমাইলসহ খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
দল ভিত্তিক ৫ রাউন্ড সুইসলীগ খেলায় ৭টি জেলার ৮টি দল অংশগ্রহণ করবে মোট ৪৮ জন খেলোয়াড়।