উথোয়াইচিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারী) সকাল ১০ টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে স্বাস্থ্য বিভাগ বান্দরবান পার্বত্য জেলার বাস্তবায়নে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু।
এ সময় তিনি কোভিড-১৯ প্রতিরোধে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, সকলের সমন্বিত সহযোগিতার কারণেই দেশের অন্যান্য জেলার চাইতে বান্দরবান জেলায় করোনাভাইরাস পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক নিয়ন্ত্রণে পুরোদমে কম।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সালাহ উদ্দিন,।
অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডাঃ তৌহিদা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা, জেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলো পত্রিকার বুদ্ধ জ্যোতি চাকমা প্রমুখ। এছাড়াও কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।