আন্তর্জাতিক ডেক্স:- ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভার নির্বাচন। এতে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
মমতা ব্যানার্জী জোর দিয়ে বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে কোনোভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি।
এর জবাবে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, কে ক্ষমতায় আসবে সেটা দেখতে থাকুন। এই মুহূর্তে দেশের ২৭টি রাজ্যের মধ্যে ১৮টিতে ক্ষমতায় আছে বিজেপি। আর চারটি রাজ্যে হামাগুড়ি দিচ্ছে।
তাছাড়া পশ্চিমবঙ্গে তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করে দলে আসার সব কাজ সেরে ফেলেছেন বলেও মন্তব্য করেন মিঠুন।
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে বুধবার এমনই মন্তব্য করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে তার। তৃণমূল নেতা পার্থের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এরপরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ দেখা যায়।