।। নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি ।।
রাঙ্গামাটি সদর উপজেলা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের আইসিটি ব্যবহার ও অফিস ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় ৬ দিনব্যাপী কর্মচারীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন। এ সময় তিনি বলেন, কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা সত্বেও অনেকের কিছু কিছু বিষয় আছে একটি কাজ জানি বাকীগুলো জানিনা। আমরা দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন দেখতে পাই, কিন্তু নিজেদের ক্ষেত্রে যুগের পরিবর্তনে খাপখাওয়াতে না পারলে কোন উন্নয়ন সাধিত হবে না।
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের কারণে আমরা জিনিসপত্র পেয়ে থাকি সেগুলো দক্ষতার অভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারিনা। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সে লক্ষ্যে দক্ষতা উন্নয়নের জন্য ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে। আর প্রশিক্ষণার্থীদের দক্ষতার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রোগ্রাম অফিসার বিপুল বণিক, উপজেলা ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামার প্রকৌশলী ছৈয়দ মোঃ আজহার হোসাইন প্রমূখ। ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত ২০জন কর্মচারী অংশগ্রহণ করেন।