মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে দেশব্যাপি পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ(২৩-২৯ জুলাই)-২২। কর্মসূচীর প্রথম দিন ২৩ জুলাই সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সপ্তাহব্যাপি কর্মসূচী তুলেন ধরে লিখিত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনে লক্ষমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। এ বছরও কাঙ্খিত লক্ষমাত্রা নিয়ে দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ।
এ বছর মৎস্য সপ্তাহ উদযাপনে ৭ দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রান্তুিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ে পরামর্শ, পুকুরের মাট ও পানি পরীক্ষা, কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ এবং মৎস্যচাষের ওপর মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান রয়েছে।