সাইফুল ইসলাম,রামগড় সংবাদদাতাঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিসহ ঘর পেলো৭৮টি পরিবার।আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন, গৃহহীন ৭৮টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টার সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা বাংলাদেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,উক্ত অনুষ্ঠান রামগড় উপজেলা সম্মেলন কক্ষ থেকে সরাসরি যুক্ত ছিলেন রামগড় উপজেলা প্রশাসন, উপকারভোগী সাধারণ মানুষ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি”র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় পৌরসভা মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, রামগড় ইউপির চেয়ারম্যান শাহআলম মজুমদার প্রমুখ।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান ৩য় পর্যায়ের ২য় ধাপে রামগড়ে ৭৮ পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। সারাদেশে নির্মিত আরও ২৬ হাজার ২২৯টি গৃহ ও ভূমি প্রধানমন্ত্রী হস্তান্তর করেছেন। এর মধ্যে রামগড়ে হস্তান্তরিত হয় ৭৮টি ঘর। যার মধ্যে রামগড় পৌরসভায় ৭টি, ১ নং রামগড় ইউপিতে ৪১টি এবং ২ নম্বর পাতাছড়া ইউপিতে ৩০টি ঘর হস্তান্তরিত করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়সহ ২ শতক জমি প্রদান করা হয়েছে,। এবং রামগড় উপজেলা পরিষদের নতুন ভবন সম্প্রসারিত করার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করান হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। মোট রামগড় উপজেলায় ৩৪৩টি গৃহ ও জমি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানস্থলে মিডিয়া সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।