মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারকে দুই শতক ভূমি ও আধুনিক সুযোগ-সুবিধায় সেমিপাকা ঘর দিয়ে অসহায় মানুষকে মাথাগুজার ঠাঁই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভুমি ও গৃহহীন আরও ৬২ পরিবারের হাতে গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত ৩য় পর্যায়ে ২৬ হাজার ২২৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন এবং দুস্থ পরিবারে হস্তান্তর উপলক্ষে গণভবনে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকছড়ি উপজেলা অডিটরিয়ামে ডা. সূচয়ন চৌধুরীর সঞ্চালনায় ও ইউএনও রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান, মো. আবদুর রহিম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজনসহ সকল ইউপি সদস্য, হেডম্যান, সুধীজন ও সাংবাদিক।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ইতোমধ্যে ১ম ও ২য় পর্যায়ে ৬৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে। বৃহস্প্রতিবার ৩য় পর্যায়ে ৬২টি ঘর বুঝিয়ে দেওয়া হয়।