মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপনে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২১ জুলাই সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিনসহ সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামীমা হোসেন খান, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মো. ফরিদুল আলম, মানিকছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুপেন পাল প্রমূখ। এসময় পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সফল প্রতিষ্ঠান ও কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সন্মাননা স্মারক (পুরস্কার) গ্রহন করেন, ১নম্বর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইদ্রিস ইসলাম বাচ্চু, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী ঝর্ণা বড়ুয়া, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.ইকবাল হোসেন ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সঞ্চিতা দে।