লায়ন বরুণ কুমার আচার্য্যঃ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সম্প্রতি ফটিকছড়ি কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদ মাঠ (সেবাখোলা) প্রাঙ্গণে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা)’র সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ জুলাই) সংগঠনের সভাপতি মাষ্টার আর্শীষ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে,অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ফটিকছড়ি লোকনাথ সেবাশ্রম অধক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ বাবাজী।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ড. বরুণ কুমার আচার্য্য (বলাই) এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা) এর সভাপতি বাবু বিজয় কৃষ্ণ বৈষ্ণব,
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রতন চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ পূজা পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়, সাধারণ সম্পাদক কাজল শীল, সহ সভাপতি মাষ্টার মিলন নাথ, গুরুপদ শীল, শিমুল ধর, অভিজিৎ পাল, রজত পাল, লিটু পাল, পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বাবু ধনঞ্জয় দেবনাথ, অর্থ সম্পাদক রবিন পাল, সৌরভ পাল, নিতাই নাথ।
যুব ঐক্য পরিষদ (ফটিকছড়ি উপজেলা শাখা) এর সাধারণ সম্পাদক সাগর দে, বিপ্লব খাস্তগীর উজ্জ্বল দে, রাজু দে।
ভূজপুর থানা পূজা পরিষদের সভাপতি বাবু লিংকন চক্রবর্ত্তী।
রোসাংগিরী জয় রাম সংঘের সভাপতি বাবু প্রভাস দে, সহ সভাপতি রনজিৎ চৌধুরী, রাজীব চৌধুরী, শিমুল সরকার সুমন দাশ, কানু পাল, রনজিৎ নাথ দাদা মহোদয়।
আগামী ১৯ই আগষ্ট জন্মাষ্টমী সফল ভাবে উদযাপন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন প্রধান অতিথি।