মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার সকল শাখা কমিটি সমূহের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকাল ৯টায় মানিকছড়ি মাস্টারপাড়াস্থ উপজেলা শাখা কার্যালয়ে বাটনাতলী শাখা কমিটির সভাপতি আবুল খায়ের এর সঞ্চালনায় ও সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য সৈয়দ মোরশেদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ফকির।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. জয়নাল আবেদিন জুলু, কাজী মো. হারেজ, মো. জসিম উদ্দিন, মো. আবুল হাসেম, মো. আজগর আলী, খাগড়াছড়ি জোনের সমন্বয়কারী মো. মনির হোসেন ও গোলাম মোস্তফা প্রমূখ।
স্বাগত বক্তব্যে খাগড়াছড়ি জোনের সমন্বয়কারী মো. মনির হোসেন মাস্টার বলেন, খাগড়াছড়ি জোনে বিভিন্ন উপজেলায় ১০টি শাখা কমিটি নিরলসভাবে মানবিক কার্যক্রম করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরিকাভিত্তিক এই সংগঠন। কমিটির কেন্দ্রীয় পর্ষদের আন্তরিক ও মানবিক সহযোগিতায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এসময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ১০টি শাখার সভাপতি/সম্পাদকসহ প্রতিটি শাখার ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।