পৃথিবীর দু-প্রান্তে দু-জন আমরা
প্রতিদিন দেখা হয় না অন্য প্রেমিক প্রেমিকা মত।।
একসাথে হয়তো ঘুরতে যাওয়া হয় না ।
একসাথে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে
কথা হয় না অনেক দিন।
দূরত্ব যত হোক
তা তে কি দু-জন তো দু-জনকে ভালোবাসি।।
প্রতিদিন ঘুম ভাঙ্গার সাথে সাথে হয়তো কথা হয় না।
রাতে ঘুমানোর আগে হয়তো কথা হয়না ।
প্রতিদিন ভালোবাসি ভালোবাসি বলা হয় না ।
বলা হয়না অনেক বেশি ভালোবাসি
তাতেও বা কি ভালো তো বাসি ।
এত প্রকাশ করার কি দরকার
যেখানে দু-জন দু-জনকে ভালোবাসি।।
অন্য প্রেমিক প্রেমিকা মত হয়তো
রাত জেগে কথা হয় না ।
ঘন্টার পর ঘন্টা কথা হয় না ।
কিন্তু কথা তো হয় আমাদের ।
হাজার ব্যস্ততার মাঝেও
যত টুকু সময় মিলে
ততটুকু সময় ধরেই তো কথা হয় ।
দিন রাত ২৪ ঘন্টা কথা না হয়
তাতে কি দু-জন তো দু-জনকে ভালোবাসি ।
সারা জীবন একসাথে থাকার জন্য
এখন না হয় একটু কষ্ট করলাম ।
কষ্টের ফল নাকি মধুর হয় ।
খুব বেশি দেখতে ইচ্ছে করলেও
হয়তো বলা হয় না
কারণ বললে তো দু-জনেরি কষ্ট হবে ।
সারা জীবন বেশি দেখার জন্য
না হয় একটু কষ্টই করলাম ।
কিছু কথা চাপা রেখে
দু-জন তো দু-জনকে ভালোবাসে যাই
একদিন সব দূরত্ব শেষ করে
দুজনে এক হবো ।
না বলা সব কথা বলে দিবো ।
খুব করে জড়িয়ে ধরে বলবো
ভালোবাসি ভালোবাসি ।
তুমিও আমার কপালে আলতো করে
ভালোবাসি এঁকে দিয়ে
শক্ত করে জড়িয়ে ধরে বলবে
ভালবাসি ভালবাসি।