সারাদেশের মত সমগ্র চট্টগ্রামে আগামী মঙ্গলবার ভ্যাকসিনেশন দিবস পালন উপলক্ষে ৩ লাখ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিভিল সার্জন।
আগামী মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মহানগরীসহ জেলার ১৫ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ৩য় দফা বুস্টার ডোজের টিকা দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ হতে।
এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ১৯ জুলাই সারাদেশে ভ্যাকসিনেশন দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে তৃতীয় দফার তিন লক্ষ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।জেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একটি করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে টিম কাজ করবে। এছাড়া মহানগরীতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একইদিনে বুস্টার ডোজ দেওয়া হবে।ওইদিন চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ৫০০ করে, ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০০ করে ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪৭ হাজার বুস্টার ডোজ দেওয়া হবে।
প্রসঙ্গত মঙ্গলবার সারাদেশে ৭৫ লাখ করোনা প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তর হতে।বাংলাদেশ এ পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ২৬ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছে। এঁদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার মানুষ। অর্থাৎ প্রথম ডোজ নেওয়া ৯৭ লাখ ৯ হাজার মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে।অন্যদিকে এ পর্যন্ত তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পেয়েছেন ৩ কোটি ২ লাখ ৪১ হাজার মানুষ। প্রথম ডোজ পাওয়া সবাইকে বুস্টার ডোজের আওতায় আনতে হলে এখনো প্রায় ১০ কোটি ডোজ টিকা দিতে হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকাল শুক্রবারের হিসাব অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার ৭৬ শতাংশ প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ করোনার টিকা পেয়েছে। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছে ১৮ শতাংশ মানুষ।