ফয়সাল মাহমুদ-:
লক্ষ্মীপুরে জমকালো আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঈদকে উৎসবে রুপান্তরিত করতে রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে রোপ প্রিমিয়ার লীগ-২০২২ অনুষ্ঠিত হয়। রাধাপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ এর ১৬দলের অংশগ্রহনে ৫দিন ব্যাপি এ টুর্ণামেন্ট পরিচালিত হয়। শুক্রবার (১৫ জুলাই) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবেকারে ২০২২ব্যাচকে ৬-৫গোলের ব্যবধানে পরাজিত করে ২০১৩ব্যাচ।
সন্ধ্যার পর বিজয়ীদের মাঝে ট্রপি ও নগদ টাকা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ারুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা গোলাম মাওলা, সহ-সভাপতি তৌহিদুর রশিদ, সাধারন সম্পাদক আবদুল হান্নান সাজু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের জুয়েল, মিল্লাদ হোসেন শামীম, রুহুল আমিন সজীব, সাংগঠনিক সম্পাদক ওসমান ফারুক।
এছাড়া উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মেশকাতুল ইসলাম সিয়াম, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন শিপন, সহ-ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন শিবলু, সহ-প্রকাশনা সম্পাদক মেছবাহুর রহমান শান্ত, নির্বাহী সদস্য তানভীর আহমেদ, রুবলে হোসেন বাবু, ইব্রাহীম, রবিউল, শাহ জালাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অতিথিরা বলেন, খেলাধুলায় হার জিত থাকবে। তবে এতে পিছিয়ে পড়লে হবে না। আগামীর জন্য চেষ্টা করতে হবে। প্রতিটি এলাকায় খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এতে করে মাদক থেকে তাদেরকে দূরে রাখা যাবে। আশা করি প্রতি বছর এ ধরনের আয়োজন উৎসবে রুপ নেবে।