সরওয়ার কামাল(মহেশখালী প্রতিনিধি):
দুর্ঘটনা রোধে মহেশখালীতে ডাম্পার গাড়ি চলাচলের সময়সীমা বেঁধে দিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।বেঁধে দেওয়া সময়সীমায় ১৫ই জুলাই হতে রাত ১০ টার পর থেকেই চলতে পারবে এসব গাড়ি।নির্দিষ্ট সময়ের আগে চলতে দেখা গেলে জনগনই গাড়ি আটক করতে পারবেন।
সম্প্রতি মহেশখালীর পানিরছড়া ও বড় মহেশখালীতে পরপর ডাম্পার চাপায় ২ শিশু নিহতের পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। এবং এখন থেকে নিয়মিত সকল গাড়ির ড্রাইভার লাইসেন্স ও তল্লাশি করবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন। সাথে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে পুলিশ বক্স স্থাপনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। ১৪ই জুলাই সকালে বড় মহেশখালীর মিয়াজির পাড়া এলাকায় স্বপনের মালিকানাধীন একটি ডাম্পার গাড়ির চাপায় ৭ বছরের এক শিশু নিহত হয়। ঘটনাস্থলে উত্তেজিত জনতা গাড়ি আটক করে সড়ক অবরোধ করলে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন ইউএনও, সহকারী পুলিশ সুপার, ওসি সহ প্রশাসনের কর্মকর্তা এবং মহেশখালী উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফা আনোয়ার চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দগন।