মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলায় অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের উপজেলা পর্যায়ে পৃথকভাবে ভাতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২৯ জুন খাগড়াছড়ির মানিকছড়ির ৪৫৯ জন আনসার সদস্যদের হাতে অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ও ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জিয়াউর রহমান।
এসময় প্রত্যেক প্লাটুন কমান্ডারকে ২ হাজার ৫২১ টাকা এবং সাধারণ সদস্যদেরকে ২ হাজার ৩২১ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
বিকেল ৩ টায় উপজেলা অডিটরিয়াম মাঠে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা কৃপালীনি চাকমা, উপজেলা প্রশিক্ষক শেখ মুহাম্মদ শোয়েবসহ কর্মকর্তা ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।
ভাতা নিতে আসা আনসার সদস্যরা বলেন ২০২১ সলের ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। তার ৬ মাস পর আজ ভাতা হাতে পেয়েছি। আগামীতে এই টাকা যাতে দ্রুত দেয়া হয় সেজন্য সরকারের প্রতি আমাদের দাবি রইলো।
সদর উপজেলার বাটনাতলী ইউনিয়ন দায়িত্বপালনকারী কুলসুম আক্তার ও তাসলিমা আক্তার বলেন, দেরীতে হলেও ঈদুল আযহার আগে টাকা পাওয়ায় আমাদের বেশ উপকার হয়েছে। তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও আনসার কর্মকর্তাদের।