ফয়সাল মাহমুদ লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলা’র ১৩নং দিঘলী ইউনিয়ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ সালাহউদ্দিন চৌধুরী জাবেদ।
তিনি দিঘলী ইউনিয়ন ছালীগের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর সদর পূর্ব যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
নৌকা পাওয়া সোমবার বিকেলে দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিল করে এবং সালাউদ্দিন চৌধুরি জাবেদকে ফুল দিয়ে বরণ করে নেয়।
আনন্দ মিছিল শেষে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন চৌধুরি জাবেদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবীবুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন।
আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাকছুদুল করিম, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মাহাবুব মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ সামছুউদ্দিন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মীবৃন্দ।