উথোয়াইচিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে মালবাহী ট্রাকের চাপায় ১ নারী নিহত হয়েছে। এ সময় চালকসহ ৩জন আহত হয়েছে। নিহত নারীর নাম নাজমা বেগম (৫৪)।
রবিবার(৩ জানুয়ারী) সন্ধ্যা পাঁচটার দিকে শহরের লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর দুজনকে বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বান্দারবান কেরানীহাট সড়কের লালব্রিজ এলাকায় মালবাহী একটি ট্রাক পাহাড়ের ঢালু সড়কে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নাজমা বেগম (৫৪) কে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় ট্রাক চালক মোহাম্মদ লিয়াকত সহ আরো ৩ জন। এদের মধ্যে ট্রাকচালক লিয়াকতসহ ২জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।