মিঠুন সাহা, পানছড়ি, খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে এক তরুণ যুবক রানা মাহফুজ এর দেওয়া ফেইসবুকের টাইমলাইনে পানছড়ি বাজারের নানা প্রান্তে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার এর উদ্যোগ নেওয়ার জন্য বাজার কমিটির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।আর সেইসময় বিষয়টি পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম এর নজরে নিয়ে এসে গুরুত্বের সাথে দেখার জন্য অনুরোধ জানান উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী।
এরপর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহসহ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরীসহ নেতৃবৃন্দের সহযোগিতায় ও পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম মাইক হাতে নিয়ে বাজার ব্যবসায়ীকে নির্দেশনা দেন।এরপর প্রতিটি দোকান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে সুইপার দিয়ে পুরো বাজারটি পরিষ্কার ও পরিচ্ছন্ন করে তুলেন।পানছড়ি বাজারের অলিতে গলিতে জমে থাকা সকল ময়লাযুক্ত স্থানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাজারের ব্যবসায়ীদের আহ্বান জানান ওসি আনচারুল করিম।এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি।