কুয়াশায় আচ্ছন্ন পুরো আকাশ জুড়ে,
হয়তো সূর্যের দেখা পাবে না নীড়ে
কুয়াশায় ঢাকা গ্রাম বাংলার চারিপাশ
হায়! হায়! হলো যে সর্বনাশ।
পথে প্রান্তরে দেখা যায় খেজুরের গাছ,
সাঁচ করে করে গাছি,
রসে আরম্বড়ে ভোঁ ভোঁ করে মাছি।
আনন্দের শেষ নেই সারা সকাল বিকাল
সর্বলোকে সমাগম হয় মেলা,
হঠাৎ দেখি পিঠা গুড়ের ঘ্রানে ডাকে অবেলা।
তৈরি হয় শীতের পুলি,ক্ষীর,চিতুই,আর দুধপুলি,
চলো খেয়ে দেখি শীতের পিঠাগুলি।
পানি হয় বরফ পরিণত ঠান্ডা
চল ধরায় অণলের আড্ডা।
সুন্দর পরিবেশে খোকাখুকি মজেছে
পিঠার আড্ডায়,
নিজে নিজে ভাবি শেষ হবে কখন কল্পনায়।
এইতো শীতের স্পর্শে প্রকৃতি আজ শিশিরে ঝলমলে,
হাতকে গরম করি অণলে।
প্রকৃতি সুন্দর হলো অতিথি পাখির ঝাঁকে,
হতে পারে দেখা নতুন কোন বাঁকে।
প্রকৃতিকে বন্দনা করি বলি চমৎকার,
তাইতো লেখার সময় হলো শীতের অলংকার।