মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন।
সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উপস্থিততে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ গৃহীত কর্মসুচী পালন করেন। দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মিলাদ ও দোয়া মাহফিলে সকলে অংশগ্রহন করেন।
এ সময় দলের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ওলামালীগ নেতা মাও. মো. আবুল কাশেম, মাও. আহমুদুল হক, মাও. আবদুল মজিদ নিজামীসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।