মো:হাবিবুর রহমান,রাঙ্গামাটি।
২রা জানুয়ারি এইদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা লাভ করে,তাই এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায়ে সকালে রাংগামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হল।দিবসটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ।
আরো ছিলেন,রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা,উপপরিদর্শক জসীম উদ্দিন,রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক শারমিন আক্তার (সোমা),রাংগামাটি সরকারি বিশ্বাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও রাংগামাটি জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,রাংগামাটি সরকারি বিশ্বাবিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক শেফায়েত আলী শুভ প্রমূখ।
পরিশেষে মাদকদ্রব্য দেশ ও জাতির জন্য ক্ষতি সরুপ,তাই ৩১ বছরে পদার্পণে দেশ এগিয়ে যাচ্ছে,তাই সবাইকে মাদকে না বলতে হবে,মাদকের প্রতি স্ব-স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।