বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে রূপসী চাকমা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১৪জুন) বিকেলে উপজেলার খেদারমারা ইউনিয়নের বড় দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রী ওই এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে এবং খেদারমারা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত।
স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার বিকেলে খেদারমারা ইউনিয়নের বড় দূরছড়ি এলাকায় বৃষ্টির সময় নিজ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন- রূপসী চাকমা। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বজ্রপাতে ছাত্রীর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এর আগে সোমবার (১৩জুন) সন্ধায় একই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্বহিরাচর এলাকায় বজ্রপাতে রাঙামাটি সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র অর্ক চাকমার (২২) মৃত্যু হয়েছে।