মহান জাতীয় সংসদের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পানছড়ি উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৭টার সময় উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগ যৌথভাবে এই আনন্দ র্যালি উদযাপন করে।
এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম আহমেদ,সাধারণ সম্পাদক কাবির ফয়সাল,সাংগঠনিক সম্পাদক আরমান সওদাগর,উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আজ (৯ জুন) বিকাল ৩টার সময় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।