মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ২নং বাটনাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. শফিউল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ছাত্রদল নেতা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৮ জুন) উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকে আরোহী বেশ কয়েকজন দূর্বৃত্ত মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় শফিউলের মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় লাঠোসোঠা দিয়ে তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক এনাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর আলম ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের উপর অভিযোগ তুলে বলেন, চলমান রাজনৈতিক কোন্দলের জেরে ছাত্রদল নেতার উপর হামলা করেছে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় বলেন, উপজেলা বিএনপি নিজেদের অভ্যন্তরিন দন্দের ফলে নিজেরা ধাঙ্গা-হাঙ্গামা করছে। আর এর মিথ্যা দায় চাপাচ্ছে ছাত্রলীগের উপর। তবে এই ঘটনায় ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা নেই। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।