জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জাতীয় পর্যায়ে জারি গানে ক বিভাগে রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্নালী বড়ুয়া ও তাঁর দল তৃতীয় স্থান অধিকার করেছেন। সোমবার (৬ মে) ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সমগ্র বাংলাদেশ হতে বিভাগ ওয়ারী ৯ টি দল অংশ নেন।
এর আগে গত রবিবার একই ভ্যেনুতে অনুষ্ঠিত নজরুল সংগীত প্রতিযোগিতার খ বিভাগে একই প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর শিক্ষার্থী পৃথ্বীরাজ সাহা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন।
এদিকে জাতীয় পর্যায়ে তাদের এই পুরস্কার অর্জনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লেঃ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।